তাণ্ডব চালিয়ে মাশরাফির হাফ সেঞ্চুরি

আজিজুল আহমেদ
কয়রা ডেস্ক :হোক না প্রস্তুতি ম্যাচ তাতে কি! খেলা তো খেলাই। শ্রীলংকাকে যেন সামান্যতম ছাড়টুকু দিতে রাজি নন মাশরাফি। রীতিমতো লংকান বোলারদের ওপর তাণ্ডব চালালেন বাংলাদেশি অধিনায়ক। চার ছক্কা ও ৪ চারে দারুণ এক হাফ সেঞ্চুরি করলেন মাশরাফি।

অন্যদিকে কলম্বোতে অভিষেক টেস্ট ম্যাচে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে সাবলীল ভূমিকা পালন করেছেন এ তারকা ক্রিকেটার। বুধবার শ্রীলংকা একাদশের বিপক্ষে সাব্বির রহমানের পর মোসাদ্দেকও তুলে নিয়েছেন দারুণ এক অর্ধশতক।

মাত্র ৫০ বল খেলে ২টি ছক্কা ও ৪টি চারের মারে হাফ সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান। ধনঞ্জয়ের বলে আউট হওয়ার আগে করেছেন ৫৩ রান।

এর আগে প্রস্তুতি ম্যাচে সফরকারী বাংলাদেশের সামনে ৩৫৫ রানের বিশাল পাহাড় দাঁড় করায় স্বাগতিক শ্রীলংকা একাদশ। আর জবাবে শুরুতেই ইমরুলে উইকেট খুইয়ে হোচট খেলো টাইগাররা। তবে সাব্বির, সৌম্য, মাহমুদউল্লাহ ও মাশরাফির ব্যাটিং নৈপুণ্যে বেশ ভাল জবাবই দিচ্ছে সফরকারীরা।

Posted by #amadinews

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি