আমরা জঙ্গিদের খুঁজছি, খুলনায় আইজিপি

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা

কয়রা ডেস্ক :পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমরা জঙ্গিদের খুঁজছি। তাদের স্থান এই বাংলার মাটিতে নেই।’

আজ শুক্রবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি অফিস ভবনের ফলক উন্মোচন শেষে মিট দ্য প্রেসে আইজিপি এ কথা বলেন। তিনদিনের সফরে তিনি এখন খুলনায় অবস্থান করছেন।
পুলিশপ্রধান বলেন, ‘সিলেট অঞ্চলে তাদের (জঙ্গি) যে আস্তানা আছে আজ তা আমরা ভোরে পেয়ে গিয়ে অভিযান শুরু করেছি। জনগণের সহযোগিতায় গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’
মুফতি হান্নান প্রসঙ্গে শহীদুল হক বলেন, তাকে ছিনিয়ে নেওয়ার জন্য গাজীপুরে হামলা করা হয়েছিল। এর সঙ্গে অন্য হামলার কোনো সম্পর্ক নেই। মুফতি হান্নানের রায় কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার।
এর আগে খুলনা রেঞ্জ, খুলনা মেট্রোপলিটন পুলিশসহ (কেএমপি) বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আইজিপি মতবিনিময় করেন। তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দেন বলে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন কেএমপির কমিশনার নিবাস চন্দ্র মাঝি।


Posted by #amadinews 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি