সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

কয়রা ডেস্ক : সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছে। নিহতের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে। নিহতের পরিবার ও জেলে-মহাজনরা জানান, মোড়েলগঞ্জের মনির ফকিরের ছেলে মিজানুর ফকির গত রোববার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় মাছ ধরতে যায়। মঙ্গলবার ভোরে বন সংলগ্ন চরে মাছ ধরার সময় একটি বাঘ মিজানুরের উপর আক্রমণ করে। এ সময় বাঘটি তার বুকের বামপাশের পাঁজরে কামড়ে ধরে। তার চিৎকারে আশপাশের জেলেরা ছুটে এলে বাঘ মিজানুরকে ফেলে  রেখে বনের ভিতরে চলে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় স্থানী মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে মিজানুরের লাশ তার মা-বাবা গ্রামের বাড়িতে নিয়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি