বটিয়াঘাটার সাচিবুনিয়ায় চার হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কয়রা ডেস্ক : নগরীর সাচিবুনিয়া মোড় থেকে চার হাজার পিস ইয়াবাসহ পাইকারী মাদক বিক্রেতা নাসির খলিফা (৩০) ও তার স্ত্রী মিসেস শাহানা বেগম (২৮) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে পাচারকালে মাছের ককসেট মধ্য থেকে ইয়াবার এ বিশাল চালান জব্দ করা হয়। এই চক্রটি চট্টগ্রাম থেকে অভিনব কায়দায় ইয়াবা এনে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা দরে সরবরাহ করে থাকে বলে সূত্রে জানিয়েছেন।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) এএম কামরুল ইসলাম জানান, নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া মোড়ে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের টীম গোপনে অবস্থান নেয়ার পর জিরোপয়েন্ট থেকে আগত ছোলার তৈরি মাছের ককসেট বহনকারী একটি ভ্যানকে সন্দেহজনকভাবে অনুসরণ করা হয়। লবণচরা থানাধীন মোহাম্মদ নগর মেইন রোডের ২নং সিয়াম সড়ক সিয়াম ভিলার গেটের সামনে (আসামির ভাড়া বাড়ি) আটক করা হয়। এ সময় ককসেটের মালিক নাসির খলিফা (৩০) ও তার স্ত্রী মিসেস শাহানা বেগম (২৮) জিজ্ঞাসাবাদে স্বীকার করে ভ্যানে রাখা মাছের ককসেটে ইয়াবা আছে। ককসেটের ভিতর অভিনব কৌশলে  স্কচ টেপে মোড়ানো চারটি বড় প্যাকেট (যার প্রতিটি প্যাকেটের মধ্যে আরো ৫টি করে নীল রঙ্গের জিপার পলি প্যাকেট) মোট ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার নাসির খলিফা বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুরের মোমিন উদ্দিন খলিফার ছেলে ও খুলনার মোহাম্মদ নগর আশিক চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া।
আসামিরা পেশাদার পাইকারী মাদক বিক্রেতা। তাদের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) এ এম কামরুল ইসলাম।

Posted by #amadinews

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি