খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪
কয়রা ডেস্ক : খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। ইতনা নতুন রাস্তা মোড়ের এ দুর্ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সাহা ও চুকনগর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাবুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপ পরিদর্শক (এসআই) সাবুর আহমেদ জানান, বিকালে বাসটি (ঢাকা মেট্রো জ-১১-০২-০৪) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের চুকরগর, ডুমুরিয়া ও খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হচ্ছেন গোলক মিস্ত্রি (২০), রাজেশ সর্দার (২০), লাল্টু সর্দার (১৮)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কৃষ্ণপদ (২২) নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাসিন্দা।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সাহা বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটি গোপালগঞ্জের ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মেলা থেকে সাতক্ষীরায় ফিরছিল। খুলনা-পাইকগাছা রুটে চলাচলকারী বাসটি রিজার্ভ করা হয়েছিল। বাসটির চালককে আটক করা যায়নি।’
খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাসটি উত্তোলন করার চেষ্টা চলছে। এ কারণে যানবাহন ধীরগতিতে চলাচল চলছে।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। ইতনা নতুন রাস্তা মোড়ের এ দুর্ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সাহা ও চুকনগর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাবুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপ পরিদর্শক (এসআই) সাবুর আহমেদ জানান, বিকালে বাসটি (ঢাকা মেট্রো জ-১১-০২-০৪) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের চুকরগর, ডুমুরিয়া ও খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হচ্ছেন গোলক মিস্ত্রি (২০), রাজেশ সর্দার (২০), লাল্টু সর্দার (১৮)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কৃষ্ণপদ (২২) নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাসিন্দা।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সাহা বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটি গোপালগঞ্জের ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের মেলা থেকে সাতক্ষীরায় ফিরছিল। খুলনা-পাইকগাছা রুটে চলাচলকারী বাসটি রিজার্ভ করা হয়েছিল। বাসটির চালককে আটক করা যায়নি।’
খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাসটি উত্তোলন করার চেষ্টা চলছে। এ কারণে যানবাহন ধীরগতিতে চলাচল চলছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন