সুন্দরবনে অবৈধ গোলপাতা বোঝাই ১১ টি নৌকা জব্দ
কয়রা ডেস্ক : সুন্দরবন থেকে আহরণকৃত অবৈধ সুন্দরী কাঠ ও গোলপাতা বোঝাই ১১টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গত ৩দিন ধরে সেগুলো পাইকগাছার বেতবুনিয়া খেয়াঘাটে পড়ে রয়েছে। অভিযোগ উঠেছে সেগুলো নামমাত্র জরিমানা দিয়ে ছাড়িয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র।
বন বিভাগ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৈধ পাশ পারমিট নিয়ে পূর্ব সুন্দরবন থেকে নিয়ম বহির্ভূত গোলপাতা আহরণ করে ১৭টি নৌকা সোমবার জেলার পাইকগাছা মোকামের দিকে যাচ্ছিল। এসময় নৌকায় গোলপাতার স্তর ও সাজানোর অসামঞ্জস্যতা লক্ষ্য করে নলিয়ান অফিসের কোষ্ট গার্ড সদস্যরা নৌকাগুলো থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৫টি নৌকা দ্রুত চালিয়ে পালিয়ে যায়। এসব নৌকাগুলো ইঞ্জিন চালিত ট্রলারের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। যেটা অবৈধ বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদস্যরা। জব্দকৃত নৌকাগুলোর মধ্যে-পাইকগাছার ধামরাইল গ্রামের লতিফ গাজীর ২টি, একই এলাকার রবিউল সানা, নিজাম সানা, টিটু সানা, মন্টু গাজীর ১টি করে নৌকা, ফতেহপুর এলাকার ইউনুস বিশ্বাস, আনিস বিশ্বাস, মোসলেম মোড়ল, আব্দুর রহমান সরদার ও মিজানুর রহমান গাজীসহ আরও দু’জনের মোট ১১টি নৌকা রয়েছে। এসব নৌকায় জলদাগের বাইরে অতিরিক্ত দেড়’শ কাউন করে গোলপাতা বহন করা হচ্ছিল। এছাড়াও গোলপাতার নিচে নিষিদ্ধ সুন্দরী কাঠ রাখা ছিল। পূর্ব সুন্দরবনের ঢাংমারি স্টেশন থেকে বন প্রহরীরা চেক করে তবেই এগুলো ছাড় করায়। তবে এরপরও অতিরিক্ত গোলপাতা নৌকায় বোঝাই করার কারনে প্রশ্ন দেখা দিয়েছে। দ্বিতীয় মেয়াদেও পাশ পারমিট নিয়ে এসব নৌকা গোলপাতা আহরণ করছে। যে মেয়াদ শেষ হয়েছে গত ২৬ মার্চ। যে কারনে বন বিভাগের অসাধু কর্মকর্তারা এর সিটি পাশ (চেকিং পাশ) দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পূর্ব সুন্দরবনে রেঞ্জ কর্মকর্তা মেহেদুজ্জামান, কুপ কর্মকর্তা মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান এসব নৌকায় মালের তদারকি ছাড়াই ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জব্দের পর নৌকাগুলো বন বিভাগের নলিয়ান রেঞ্জে হস্তান্তর করে কোষ্ট গার্ড সদস্যরা।
তবে জব্দ করার তিনদিন পরও এসব নৌকা নিয়ে কোন সুরাহা করতে পারেনি বন বিভাগ। নলিয়ান স্টেশন কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, ১১টি নৌকা জব্দ হয়েছে। নৌকাগুলো অতিরিক্ত মাল নিয়ে চলছিল। যেখানে প্রায় ২শ’ সেপ্টির ওপরে অবৈধ কাঠ রয়েছে। জব্দ করার পর এদের মালিকদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখনও পর্যন্ত মালিকরা যোগাযোগ করেনি। যেকারনে কি পরিমাণ জরিমানা করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
কোস্টগার্ড নলিয়ান স্টেশনের পেটি অফিসার রুহুল আমিন বলেন, নৌকায় অতিরিক্ত গোলপাতা বহন করায় ১১টি নৌকা জব্দ করা হয়েছে। সেগুলো বনবিভাগে কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৈধ পাশ পারমিট নিয়ে পূর্ব সুন্দরবন থেকে নিয়ম বহির্ভূত গোলপাতা আহরণ করে ১৭টি নৌকা সোমবার জেলার পাইকগাছা মোকামের দিকে যাচ্ছিল। এসময় নৌকায় গোলপাতার স্তর ও সাজানোর অসামঞ্জস্যতা লক্ষ্য করে নলিয়ান অফিসের কোষ্ট গার্ড সদস্যরা নৌকাগুলো থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৫টি নৌকা দ্রুত চালিয়ে পালিয়ে যায়। এসব নৌকাগুলো ইঞ্জিন চালিত ট্রলারের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। যেটা অবৈধ বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদস্যরা। জব্দকৃত নৌকাগুলোর মধ্যে-পাইকগাছার ধামরাইল গ্রামের লতিফ গাজীর ২টি, একই এলাকার রবিউল সানা, নিজাম সানা, টিটু সানা, মন্টু গাজীর ১টি করে নৌকা, ফতেহপুর এলাকার ইউনুস বিশ্বাস, আনিস বিশ্বাস, মোসলেম মোড়ল, আব্দুর রহমান সরদার ও মিজানুর রহমান গাজীসহ আরও দু’জনের মোট ১১টি নৌকা রয়েছে। এসব নৌকায় জলদাগের বাইরে অতিরিক্ত দেড়’শ কাউন করে গোলপাতা বহন করা হচ্ছিল। এছাড়াও গোলপাতার নিচে নিষিদ্ধ সুন্দরী কাঠ রাখা ছিল। পূর্ব সুন্দরবনের ঢাংমারি স্টেশন থেকে বন প্রহরীরা চেক করে তবেই এগুলো ছাড় করায়। তবে এরপরও অতিরিক্ত গোলপাতা নৌকায় বোঝাই করার কারনে প্রশ্ন দেখা দিয়েছে। দ্বিতীয় মেয়াদেও পাশ পারমিট নিয়ে এসব নৌকা গোলপাতা আহরণ করছে। যে মেয়াদ শেষ হয়েছে গত ২৬ মার্চ। যে কারনে বন বিভাগের অসাধু কর্মকর্তারা এর সিটি পাশ (চেকিং পাশ) দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পূর্ব সুন্দরবনে রেঞ্জ কর্মকর্তা মেহেদুজ্জামান, কুপ কর্মকর্তা মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান এসব নৌকায় মালের তদারকি ছাড়াই ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জব্দের পর নৌকাগুলো বন বিভাগের নলিয়ান রেঞ্জে হস্তান্তর করে কোষ্ট গার্ড সদস্যরা।
তবে জব্দ করার তিনদিন পরও এসব নৌকা নিয়ে কোন সুরাহা করতে পারেনি বন বিভাগ। নলিয়ান স্টেশন কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, ১১টি নৌকা জব্দ হয়েছে। নৌকাগুলো অতিরিক্ত মাল নিয়ে চলছিল। যেখানে প্রায় ২শ’ সেপ্টির ওপরে অবৈধ কাঠ রয়েছে। জব্দ করার পর এদের মালিকদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখনও পর্যন্ত মালিকরা যোগাযোগ করেনি। যেকারনে কি পরিমাণ জরিমানা করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
কোস্টগার্ড নলিয়ান স্টেশনের পেটি অফিসার রুহুল আমিন বলেন, নৌকায় অতিরিক্ত গোলপাতা বহন করায় ১১টি নৌকা জব্দ করা হয়েছে। সেগুলো বনবিভাগে কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন