টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়ানডে মিশন শুরু করছে বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মাশরাফি বাহিনীকে।
ডাম্বুলায় আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসারের দল নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও আছেন তরুণ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ছয়টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। একটি বাদে সবই জিতেছে লঙ্কানরা। ২০১৩ সালে একটি সিরিজ শেষ হয়েছিল ১-১ ব্যবধানের সমতায়। সেবার প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের আরো একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মাশরাফি-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ
Posted by #amadinews
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন