দুর্ভোগের আরেক নাম খুলনা-পাইকগাছা - কয়রা সড়ক

এম,আর, মন্টু 
কয়রা ডেস্ক : দুর্ভোগের আরেক নাম খুলনা-পাইকগাছা-কয়রা সড়ক। অত্র সড়কের কপিলমুনির গোলাবাড়ি মোড় থেকে পাইকগাছা পৌর বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এবং শিববাড়ি ব্রিজের সংযোগ সড়কের (এক কিলোমিটার বাদে) প্রায় তিন কিলোমিটার রাস্তা ভেঙ্গেচুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল করছে ঝুঁকি আর দূর্ভোগ নিয়ে। রাস্তাটি সংস্কারের বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর পূর্বাঞ্চলকে বলেন, একটি এলাকার উন্নয়নের মূল চাবিকাঠী সুষ্ঠু সড়ক যোগাযোগ ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। যার কোনটিরই সুষ্ঠু ব্যবস্থা নেই পাইকগাছাবাসির জন্য।
খুলনা সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, আগড়ঘাটা বাজার থেকে পাইকগাছা জিরোপয়েন্ট ও জিরোপয়েন্ট থেকে শিববাড়ি ব্রিজের এপ্রোস সড়কের মাথা (লক্ষীখোলা) পর্যন্ত সড়ক সংস্কারের ব্যাপারে ১২ কোটি টাকার একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বিষয়টি এখনও মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে কবে নাগাদ অনুমোদন বা কাজ শুরু হতে পারে সে ব্যাপারে এখনও নিশ্চিৎ করে কিছু বলতে পারছেন না কেউ। 
এলাকাবাসি সূত্রে জানা গেছে, আশির দশকে রাস্তা পাকা হবার পর খুলনা-পাইকগাছা সড়কে যাত্রীবাহী বাসসহ সব ধরনের ছোট-বড় যানবাহন চলাচল শুরু হয়। সেই প্রথম থেকেই অদ্যবধি অবহেলিত এই দক্ষিণ জনপদের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি কখনও সম্পূর্ণ সুষ্ঠুভাবে চলাচল উপযোগি হয়ে ওঠেনি। ভাঙ্গাচুরা রাস্তায় দুর্ভোগের মধ্যে দিয়েই যানবাহন চলাচল করে আসছে। বিগত ২০১১ সালের আগস্ট মাসে কপোতাক্ষ নদের পানি বৃদ্ধি ও অতি বর্ষনের কারনে অত্র সড়কের তালা থেকে পাইকগাছার কাশিমনগর পর্যন্ত রাস্তার ৮/১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় অত্র সড়কের যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল। প্রায় দু’মাস পর রাস্তা থেকে পানি সরে গেলেও রাস্তাটি ভেঙ্গেচুরে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এভাবে চলতে থাকে দীর্ঘ সাড়ে তিন-চার বছর।  
অবর্ণনীয় দুর্ভোগের পর বছর দুই আগে অত্র সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে কপিলমুনি-পাইকগাছা পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ যেনতেনভাবে জোড়াতালি দিয়ে সম্পন্ন করায় রাস্তার মধ্যে অসংখ্য জায়গায় পিচ- খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওইটুকু রাস্তার কোথাও ৫ হাত জায়গা ভালো নেই। ওদিকে পাইকগাছা-কয়রা সড়কের জিরোপয়েন্ট থেকে শিববাড়ি ব্রিজের এপ্রোস সড়কের মাথা (লক্ষীখোলা) পর্যন্ত সড়ক পিচঢালাই উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া ধুলাবালির কারণে সাধারণ পথচারীদের পায়ে হেটে চলাও এখন দায়। ব্যস্ততম খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের গোলাবাড়ি মোড় থেকে পাইকগাছা পর্যন্ত এবং শিববাড়ি ব্রিজের সংযোগ সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

Posted by #amadinews

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি