অল্পস্বল্প উন্নয়নের দুর্ভোগ

কয়রা ডেস্ক :  দীর্ঘদিন ভাঙাচুরা থাকার পর পাইকগাছা-কয়রা ভায়া চাঁদখালী সড়কের সংস্কার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদার। চাঁদখালী হাইস্কুল মোড় থেকে উপজেলার শেষ সীমানা অর্থাৎ ধামরাইল গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের জন্য আরো ১০/১২ দিন আগেই রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। শুধুমাত্র রাস্তা খুঁড়ার কাজ সেরে যেন বিশ্রামে আছেন ঠিকাদারের লোকজন। গতকাল সোমবার ওই রাস্তায় গিয়ে খুঁড়ে রাখতে দেখা গেলেও সংস্কার কাজের সংশ্লিষ্ট কোন লোকের দেখা পাওয়া যায়নি। এদিকে সংস্কারের লক্ষে ব্যবস্ততম রাস্তাটি খুঁড়ে ফেলে রাখার ফলে যাত্রীবাহী বাসসহ অন্যান্য সকল যানবাহনগুলো একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে অপরদিকে রাস্তার ধুলায় একাকার হয়ে যাচ্ছে পথচারীর শরীর ও পার্শ্ববর্তী বসতবাড়ি। রাস্তার এই দূরাবস্থায় মজা করে হলেও অনেকে বলছেন, এর থেকে আগেই ভালো ছিল।

Posted by কয়রার সংবাদ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি