মহান মে দিবস আজ
আজ মহান মে দিবস। ১৩১তম বার্ষিকী । ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।’
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপিও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষদের অভিনন্দন জানিয়েছেন।
এদিকে প্রতি বছরের ন্যায় এবছরও খুলনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিভাগীয় শ্রম দপ্তর, আই.আর.আই, কল কারখানা ও প্রাতিষ্ঠান পরিদর্শন দপ্তর এবং খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভাগীয় শ্রম দপ্তর ঃ বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রথম পর্বে সকাল ৭ টায় খুলনা নিউ মার্কেট হতে র্যালী বের হবে। র্যালীটি বয়রায় বিভাগীয় শ্রম দপ্তরে শেষ হবে। প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। দ্বিতীয় পর্বে সকাল পৌনে ৮ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ মিজানর রহমান। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
মহানগর শ্রমিক লীগ ঃ এ উপলক্ষে খুলনা মহানগর শ্রমিকলীগের উদ্যোগে সকাল ৯ টায় শহীদ হাদিস পার্ক থেকে নগরীতে র্যালী বের হবে। র্যালীতে অংশ নিতে সকল জাতীয় ইউনিয়ন, ব্যাসিক ইউনিয়ন, সি.বি.এ, ওয়ার্ড ও ইউনিট শাখাকে ব্যানারসহ মিছিল সহকারে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
জাতীয় শ্রমিক পার্টি ঃ খুলনা মহানগর শ্রমিক পার্টির উদ্যোগে সকাল ১০ টায় ডাক বাংলাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে নগরীতে র্যালী বের হবে। র্যালীতে অংশ নিতে শ্রমিক পার্টির নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে।
টি ইউ সি ঃ মহান মে দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙ্গলাল মৃধার সভাপতিত্বে সভায় আজ সকাল ১০ টায় পিকচার প্যালেস মোড় থেকে শোভাযাত্রা ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঃ মহান মে দিবস উপলক্ষে খুলনার আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোনাডাঙ্গা বাইপাস সড়কে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন