সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত


সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শবদুল খাঁ ওরফে খোকন খাঁ (৫৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় সুন্দরবনের তালপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত খোকন খাঁ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। ঘুমিয়ে থাকা অবস্থায় সোমবার ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় আক্রমণ করে খোকন খাঁকে তুলে নিয়ে যায়। পরে তার সহকর্মীরা বনের মধ্য থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে নিয়ে আসে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি