সুন্দরবনের বনদস্যু বড় ভাই বাহিনীর ২ সদস্য আটক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার


সুন্দরবনের জোংড়ার খাল এলাকা থেকে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, দস্যু দমনে গতকাল শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) পশুর নদী সংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় অভিযানকারীরা বাইনোকুলারের মাধ্যমে বনের মধ্যে দস্যুদের অবস্থান ও আনাগোনা টের পায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা বনের  ভেতর প্রবেশ করা মাত্র দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার  চেষ্টা করলে ধাওয়া করে বড় ভাই বাহিনীর ২ সদস্য খলিল শেখ (৩২) ও নজরুল ইসলাম মোল্লা (৪২)কে আটক করা হয়। এদের বাড়ি বাগেরহাটের রামপালের সুলতানিয়া ও কালিকাপ্রসাদ গ্রামে। আটককৃত দস্যুদের কাছ থেকে একটি বিদেশী একনালা বন্দুক, একটি বিদেশী  দোনালা বন্দুক, ২টি বিদেশী কাটা রাইফেল ও ১৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক দস্যুদের অস্ত্র-গুলিসহ খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।
র‌্যাব কর্মকর্তা আদনান কবির বলেন, বনদস্যু বড় ভাই বাহিনীর ৫-৬ জন সদস্য জোংড়া খালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দু’বনদস্যু আটক হলেও অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বাকীরা আগেই পালিয়ে যায়। পলাতকদের আটকে র‌্যাবের তৎপর অব্যহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি