কয়রা - পাইকগাছা রাস্তা খারাপে অল্পস্বল্প প্রতিকার নেই

কয়রা ডেস্ক : খুলনা-পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা এবং পাইকগাছা থেকে কয়রা পর্যন্ত সড়কে মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল কোনভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না।
 সড়ক ও জনপদ বিভাগ খুলনা সূত্রে জানা গেছে, অত্র সড়কে সর্বোচ্চ ১০ থেকে ১২ মেট্রিক টন মালবাহী ট্রাক বা অন্য যানবাহন চলাচলযোগ্য। অথচ অত্র সড়কে ২০ থেকে ৩০ মেট্রিক টন এমনকি তারও বেশি ভারী দশ চাকার ট্রাক অনায়াসে চলাচল করায় রাস্তাটি খুব সহজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাইকগাছা-কয়রায় বিভিন্ন নির্মাণ কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার পাথর বোঝাই ট্রাক এনে থাকে। তাছাড়া বাঁশবাহী ট্রাকগুলোও ২৫-৩০ মেট্রিক টন ভারী হয়ে থাকে। আঠারমাইলের পর থেকে অত্র সড়কে এ ধরণের মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধ করা না গেলে রাস্তাটি কখনই ভালো রাখা সম্ভব নয়।

Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি