কয়রায় বাঘের হাড়সহ গ্রেফতার ৭

আব্দুর রাজ্জাক রাজ
কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় বাঘের হাড় ও দাঁতসহ সাতজন মৌয়ালকে গ্রেফতার করেছে পশ্চিম বনবিভাগ। বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তরা রোববার তাদের গ্রেফতার করেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত রোববার ভোরে পশ্চিম বনবিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের স্টাফ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সুন্দরবনে টহল দেয়ার সময় খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে তাদের ডাক দিলে তারা পালানোর চেষ্টা করে।

ফরেস্ট কর্মকর্তারা দ্রুত ইঞ্জিন বোট চালিয়ে আমাদী গ্রামের নওশের গাজীর পুত্র আব্দুল গফুর (৪৫), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ভজহরি মিস্ত্রির ছেলে ঠাকুর পদ মিস্ত্রি (৬৬) ও সুলতান গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৫৫), কাটাখালী গ্রামের সতীশ সরকারের ছেলে চরণ সরকার (৩৫) ও চাঁদ আলীর ছেলে আ. রহিম (৬০), জায়গীরমহলের নওশের গাজীর ছেলে আপতাব গাজী (৫০), দাকোপের কালাবগী গ্রামের মৃত মোমিন আলী সরদারের ছেলে হোসেন সরদারসহ (৫০) সাতজনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ১১টি হাড়, ৪টি দাঁত, ১টি নখ, তাদের ব্যবহৃত ৭টি দা, ১টি কুড়ালসহ গ্রেফতার করে।


Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি