কয়রায় পাউবোর কর্মকর্তাদের গণধোলাই - সকালে বেড়িবাঁধ মেরামত ভেঙে গেল দুপুরে

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের কপোতাক্ষ নদের ঘাটাখালি ভেঙে যাওয়া বেড়িবাঁধ সোমবার সকালে সেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ দিয়ে আটকানো হলেও দুপুরের জোয়ারের প্রবল ¯্রােতে তা আবার ভেঙে যায়। পানিবন্দি হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় এলাকাবাঈ ক্ষুব্ধ হয়ে পাউবোর কর্মকর্তাদের গণধোলাই দিয়েছে।
২৭ মে মধ্যরাতে প্রবল জোয়ারের চাপে পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের কপোতাক্ষ নদ সংলগ্ন ঘাটাখালি গ্রামের সোহরাব শেখের বাড়ি সংলগ্ন দুর্বল বেড়িবাঁধের প্রায় দেড়’শ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কয়রা সদর ইউনিয়নের ঘাটাখালি, গোবরা পূর্ব চক, হরিণখোলা ও ২নং কয়রা গ্রাম লোনা পানিতে প্লাবিত হয়ে পড়ে। যার ফলে ৩ শতাধিক মৎস্য ঘের, চলতি আউশ মৌসুম ধান, পুকুরের মাছসহ বিভিন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভাঙন কবলিত এলাকায় পানিবন্দি মানুষের খাবার পানি সংকটের পাশাপাশি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ মুহুর্তে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করা সম্ভব না হলে কয়রা সদরসহ আশপাশের এলাকা লোনা পানিতে তলিয়ে যাবে।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বলেন,সম্প্রতি ঘাটাখালি বেড়িবাঁধের টেন্ডার সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। টেন্ডারের পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঠিকাদার পাঠাতে অনুরোধ করা সত্বেও সময়মত বাঁধের কাজ না করায় ঘাটাখালি নামক স্থানের বেড়িবাধ ভেঙে মানুষের চরম ক্ষতি হয়েছে। তিনি  জরুরী ভিত্তিতে  ভেঙে যাওয়া বাধ নির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। অপর দিকে স্থানীয় জনগন পাউবো কর্তৃপক্ষের উদাসিনতার কারনে গতকাল ২৯ মে দুপুরে ক্ষুব্ধ হয়ে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারকে গন ধোলাই দিয়েছে। পাউবোর সাতক্ষীরা জোনের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদিউজ্জামান বলেন, ভেঙে যাওয়া বেড়ি বাধ আটকানোর জন্য চেষ্টা চলছে।  উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন বলেন বেড়িবাধ ভেঙে যাওয়ার পর থেকে  এলাকাবাসিদেরকে সাথে নিয়ে বাধ আটকানোর জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


Posted by কয়রার সংবাদ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি