কয়রার নাকশা গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ।

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে অঙ্গাত ব্যাক্তি কতৃক মৎস্য ঘের ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।এ ব্যাপারে ভুক্তভোগির মা বাদী হয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে কয়রা থানায় ১টি অঙ্গাতনামা অভিযোগ দায়ের করেছে।এটি থেকে জানা যাই,ঐ গ্রমে আইয়ুব আলী মোড়লের পূত্র আঃজলিল দীর্ঘদিন ধরে নাকশা মৌজায় ১০বিঘা মৎস্য ঘের করে আসছে।সে ২০ জুন মঙ্গলবার ঘেরে থাকা অবস্থাই রাত আনুমানিক রাত ৩টার সময় সেহরি খেতে উঠলে ঘেরে মাছ লাফালাফি করতে ও বিষের গন্ধ পান।রাত ১১টার পরে বিষ দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।ঘেরের মধ্যে বাগদা,গলদা ও বিভিন্ন প্রজাতির সাদা মাছ মজুদ ছিল।বিষ প্রয়োগের ফলে পুকুরে সম্পূর্ন মাছ মারা গিয়েছে।যার আনুমানিক মূল্য ২.৫০ লক্ষ টাকা।ভুক্তভোগি জলিলের মা জাহানারা বলেন,আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের উদ্র্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় ১টি অঙ্গাতনামা অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।


Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি