সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান নিহত

কয়রা প্রতিনিধি : সুন্দরবনের কয়রা উপজেলার হড্ডা খালে র‌্যাব-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান রবিউল ইসলাম নিহত হয়েছেন। এসময়  সেখান  থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি  খোন্দকার রফিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জলদস্যু বাহিনী প্রধান রবিউল তার বাহিনী নিয়ে সুন্দরবনের হড্ডা খাল এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে র‌্যাব ও পুলিশ  যৌথভাবে অভিযান চালায়। এসময় যৌথ অভিযানের টের পেয়ে দস্যু বাহিনী গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব-পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যু বাহিনী পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে রবিউলের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি  গোয়ালিনী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী বন্দুক, একটি দশমিক টুটু বোর রাইফেল, একটি পাইপগান, ৪২রাউন্ড গুলি, একটি ধারালো দা ও ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত রবিউলের লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোলাগুলির সময় র‌্যাবের দুইজন সদস্য আহত হন। এরা হলেন, কনস্টেবল মো. টুটুল শিকদার ও কনস্টেবল রহিম বাদশা। এ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি