কয়রায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক পর্যায় মদিনাবাদ মডেল প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালিকা পর্যায়ে গীলাবাড়ি  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত মঙ্গলবার কয়রা সদরের মদিনাবাদ মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদিউজ্জামান,কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,শিক্ষা অফিসার এবি এম নাজমুল হক,ইউআরসি নাজমুল হুদা,অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ ইদ্রিস আলী,এআরডিও আঃ মতিন,প্রেস ক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ,সহকারি শিক্ষা অফিসার বিদুৎ রঞ্জন সাহা,মোঃ আবু খালেদ,মোঃ আজাহারুল ইসলাম,প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার,এবাদুল হক,নুর মোহাম্মাদ মোস্তফা,আঃ খালেক, লস্কর মাহফুজুর রহমান,লুৎফর রহমান মাফিয়ার রহমান,সহকারি শিক্ষক নুরুল আমিন নাহিন,রফিকুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক শামীম আহমেদ,আঃ জলিল ও দেবি রঞ্জন।  হাজার হাজার দর্শক খেলাটি আনন্দ ঘোন পরিবেশে উপভোগ করে।


Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি