পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

ছবি
এম এম রাসেল আহমেদ, চিকিৎসা সেবা প্রতেকটা মানুষের মৌলিক অধিকার, আর চিকিৎসক হলো তার কর্ণধর তার প্রেরক, অসুস্থ জনের প্রাপ্য হলো শান্তিপূর্ণ চিকিৎসা গ্রহন। আর এখানেই যদি হয় দুর্নীতি, অনিয়ম, শোষন, ভুগন্তি ও অর্থবহুল ব্যাবস্যা। তাহলে কেনো এর নাম হবে সরকারি চিকিৎসা। সবইতো কুচক্রী,স্বার্থনেশি মহলের কাজ, প্লিজ ব্যাবসা-বানিজ্য , আয় রোজগার এর বিভিন্ন পথ তো রয়েছে, তাহলে কেনো এই পথ বেছে নিয়েছেন? কেনো মানুষের জীবন-মরন নিয়ে ব্যাবসা করেন! কেনো বিপদের মুখে ফেলেন মানুষকে, কোন ঘুম হারাম করছেন তাদেরকে? আপনার কর্তব্য কি এটাই, এটাই কি আপনার দায়িত্ব, এ জন্যকি আপনাকে সৃষ্টি করা হয়েছে ভুলোকে। অনুরোধ সৎ পথে চলেন, সৎ কথা বলেন, সৎ কাজ বাস্তবায়ন করেন। আজ না হয় মানব বন্ধন হয়েছে, আগামীতে তো এর থেকে ও বড় কিছু হয়ে সেটা কাল হতে পারে। সবাই জানি রক্তের টান মানেনা কোন বাধা, মানে না কোন প্রতিবাদ, মানেনা কোন সংগ্রাম । *নদীর স্রোত আর রক্তের টান- সবসময় বহমান* জানা আছে সবার। আমাদের ছেলে আমাদের পাশে থাকুক, আমাদের ভাই আমাদের চিকিৎসায় নিয়জিত থাকুক। আমরা চাইনা নকল হীরাকে, আমরা চাই খাঁটী সোনাকে, যে বোঝ...

কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

ছবি
এম এম রাসেল আহমেদ, চিকিৎসা সেবা প্রতেকটা মানুষের মৌলিক অধিকার, আর চিকিৎসক হলো তার কর্ণধর তার প্রেরক, অসুস্থ জনের প্রাপ্য হলো শান্তিপূর্ণ চিকিৎসা গ্রহন। আর এখানেই যদি হয় দুর্নীতি, অনিয়ম, শোষন, ভুগন্তি ও অর্থবহুল ব্যাবস্যা। তাহলে কেনো এর নাম হবে সরকারি চিকিৎসা। সবইতো কুচক্রী,স্বার্থনেশি মহলের কাজ, প্লিজ ব্যাবসা-বানিজ্য , আয় রোজগার এর বিভিন্ন পথ তো রয়েছে, তাহলে কেনো এই পথ বেছে নিয়েছেন? কেনো মানুষের জীবন-মরন নিয়ে ব্যাবসা করেন! কেনো বিপদের মুখে ফেলেন মানুষকে, কোন ঘুম হারাম করছেন তাদেরকে? আপনার কর্তব্য কি এটাই, এটাই কি আপনার দায়িত্ব, এ জন্যকি আপনাকে সৃষ্টি করা হয়েছে ভুলোকে। অনুরোধ সৎ পথে চলেন, সৎ কথা বলেন, সৎ কাজ বাস্তবায়ন করেন। আজ না হয় মানব বন্ধন হয়েছে, আগামীতে তো এর থেকে ও বড় কিছু হয়ে সেটা কাল হতে পারে। সবাই জানি রক্তের টান মানেনা কোন বাধা, মানে না কোন প্রতিবাদ, মানেনা কোন সংগ্রাম । *নদীর স্রোত আর রক্তের টান- সবসময় বহমান* জানা আছে সবার। আমাদের ছেলে আমাদের পাশে থাকুক, আমাদের ভাই আমাদের চিকিৎসায় নিয়জিত থাকুক। আমরা চাইনা নকল হীরাকে, আমরা চাই খাঁ...