কয়রায় চিকিৎসার নামে দুর্নীতি, বদলির পিছনে কাহিনী

এম এম রাসেল আহমেদ,



চিকিৎসা সেবা প্রতেকটা মানুষের মৌলিক অধিকার, আর চিকিৎসক হলো তার কর্ণধর তার প্রেরক, অসুস্থ জনের প্রাপ্য হলো শান্তিপূর্ণ চিকিৎসা গ্রহন।
আর এখানেই যদি হয় দুর্নীতি, অনিয়ম, শোষন, ভুগন্তি ও অর্থবহুল ব্যাবস্যা।
তাহলে কেনো এর নাম হবে সরকারি চিকিৎসা।
সবইতো কুচক্রী,স্বার্থনেশি মহলের কাজ, প্লিজ ব্যাবসা-বানিজ্য , আয় রোজগার এর বিভিন্ন পথ তো রয়েছে, তাহলে কেনো এই পথ বেছে নিয়েছেন? কেনো মানুষের জীবন-মরন নিয়ে ব্যাবসা করেন! কেনো বিপদের মুখে ফেলেন মানুষকে, কোন ঘুম হারাম করছেন তাদেরকে? আপনার কর্তব্য কি এটাই, এটাই কি আপনার দায়িত্ব, এ জন্যকি আপনাকে সৃষ্টি করা হয়েছে ভুলোকে।
অনুরোধ সৎ পথে চলেন, সৎ কথা বলেন, সৎ কাজ বাস্তবায়ন করেন।
আজ না হয় মানব বন্ধন হয়েছে, আগামীতে তো এর থেকে ও বড় কিছু হয়ে সেটা কাল হতে পারে।
সবাই জানি রক্তের টান মানেনা কোন বাধা, মানে না কোন প্রতিবাদ, মানেনা কোন সংগ্রাম ।
*নদীর স্রোত আর রক্তের টান- সবসময় বহমান*
জানা আছে সবার।

আমাদের ছেলে আমাদের পাশে থাকুক, আমাদের ভাই আমাদের চিকিৎসায় নিয়জিত থাকুক। আমরা চাইনা নকল হীরাকে, আমরা চাই খাঁটী সোনাকে, যে বোঝে আমাদের গ্রাম্য বুলিকে, যে বোঝে আমাদের গ্রাম্য আবহাওয়াকে, যে বোঝে আমাদের আহার নিদ্রাকে, যে বোঝে আমাদের অবলা সার্বঙ্গীন হৃদয়ের কথাকে।
তাই আমারা চায়না বিদায় দিতে তাকে(ড. আব্দুর রব), মেনে নিতে পরিনা তার কর্মস্থল বদলিকে, তার সদাচরনে মুগ্ধ হৃদয় বদলি হতে দিতে পারেনা আমাদের উপজেলা স্বাস্থ্য আমাদের ছেলে আমাদের পাশে থাকুক, আমাদের ভাই আমাদের চিকিৎসায় নিয়জিত থাকুক। আমরা চাইনা নকল হীরাকে, আমরা চাই খাঁটী সোনাকে, যে বোঝে আমাদের গ্রাম্য বুলিকে, যে বোঝে আমাদের গ্রাম্য আবহাওয়াকে, যে বোঝে আমাদের আহার নিদ্রাকে, যে বোঝে আমাদের অবলা সার্বঙ্গীন হৃদয়ের কথাকে।
তাই আমারা চায়না বিদায় দিতে তাকে(ড. আব্দুর রব), মেনে নিতে পরিনা তার কর্মস্থল বদলিকে, তার সদাচরনে মুগ্ধ হৃদয় বদলি হতে দিতে পারেনা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কয়রা হতে।
আমাদের গ্রামের সম্পদ আমাদের মাঝে থাকুক, আমাদের স্পর্শে বৃদ্ধিহোক তার অভিজ্ঞতা, সঞ্চায় হোক তার মানবতা।
এভাবেই বেড়ে ওঠুক পরবর্তী ভবিষ্যৎ হীরেরে টুকরো গুলো, বাস্তবায়িত হোক প্রত্যাশিত মানুষের অফুরন্ত স্বপ্নগুলো।
সফল হোক আজকের মানববন্ধন :::ড. আব্দুর রব এর বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল করার দাবি।
সময়: সকাল দশ ঘটিকা।
অতিথিবৃন্দ:
হাবিবুল্লাহ বাহার হাবিব। (জেলা পরিষদ সদস্য ১০নং ওয়ার্ড)
বিশ্বজিৎ সিনহা (প্যানেল চেয়ারম্যান ও ইউ পি সদস্য অত্র ওয়ার্ড )
এছাড়াও সকল সুধিজন, গুণিজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, শ্রমিক দিনমজুর এছাড়াও সুবিধা প্রত্যাশিত নানা পেশার, নানা ধর্মের ,নানা বর্নের ব্যক্তিবর্গ।
আয়োজনে:: সচেতন নাগরিক সমাজ।, কয়রা হতে।
আমাদের গ্রামের সম্পদ আমাদের মাঝে থাকুক, আমাদের স্পর্শে বৃদ্ধিহোক তার অভিজ্ঞতা, সঞ্চায় হোক তার মানবতা।
এভাবেই বেড়ে ওঠুক পরবর্তী ভবিষ্যৎ হীরেরে টুকরো গুলো, বাস্তবায়িত হোক প্রত্যাশিত মানুষের অফুরন্ত স্বপ্নগুলো।
সফল হোক আজকের মানববন্ধন :::ড. আব্দুর রব এর বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল করার দাবি।
সময়: সকাল দশ ঘটিকা।
অতিথিবৃন্দ:
হাবিবুল্লাহ বাহার হাবিব। (জেলা পরিষদ সদস্য ১০নং ওয়ার্ড)
বিশ্বজিৎ সিনহা (প্যানেল চেয়ারম্যান ও ইউ পি সদস্য অত্র ওয়ার্ড )
এছাড়াও সকল সুধিজন, গুণিজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, শ্রমিক দিনমজুর এছাড়াও সুবিধা প্রত্যাশিত নানা পেশার, নানা ধর্মের ,নানা বর্নের ব্যক্তিবর্গ।
আয়োজনে:: সচেতন নাগরিক সমাজ।


Posted by কয়রার সংবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি