কয়রায় কলেজ শিক্ষককে নির্যাতন করায় প্রতিবাদ সভা
এ আর রাজ,
কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দীন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হাইকে শারীরিকভাবে নির্যাতন করায় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তৃতা রাখেন অধ্যাপক সুকুমার বাছাড়, এসএম, সাইফুল কবির, পাপিয়া পারভীন, শিক্ষার্থী সোহাগ হোসেন ও ফিরোজা খাতুন।
বক্তারা উক্ত শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
Posted by #voiceofamadi
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন