কয়রার ইসলামপুর গ্রামের আঃ বারিক মোড়লের ঘরের টিনের ব্যবস্থা করলেন নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস


 কয়রা ডেস্ক : কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা আঃ বারিক মোড়ল বিগত ৭/৮ বছর যাবত ভাংগা ঘরে বসবাস করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায় অভাবে কারণে আঃ বারিক মোড়ল পরিবার পরিজন নিয়ে এই ভাংগা ঘরে দির্ঘদিন বসবাস করে আসছেন।

গত কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঃ বারিক মোড়লের ভাংগা ঘরের ছবিটি বেশ সাংঘাতিক ভাবে সচেতন মহলের নজরে পড়ে যায়।

বিষয়টি কয়রা উপজেলার নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর নজরে আসে এবং তিনি তাদের ঘর করার জন্য টিনের ব্যবস্থা করে দেন।



আঃ বারিক মোড়ল ঘর করার জন্য টিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে আন্তরিক ধন্যবাদ জানান। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি