কয়রার চন্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আমাদী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।
গাজী নজরুল ইসলাম(কয়রা প্রতিনিধি) খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জুয়েলকে সংবর্ধনা প্রদান করেন আজ (২৮ সেপ্টেম্বর ২০২১) সকাল ১০ ঘটিকায় চন্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান সহ অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ও চন্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ড. চয়ন কুমার রায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জুয়েল, বিশেষ অতিথি বাবু নির্মল কুমার দাশ, সাধারন সম্পাদক আমাদী ইউনিয়ন আওয়ামী লীগ, বাবু দয়াময় ঢালী, সমাজ সেবক ও সাবেক সভাপতি, চন্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, গাজী নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতি, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস), কয়রা উপজেলা, আওয়ামীগ নেতা রাবিন্দ্র নাথ বৈদ্য আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়েন প্রতিষ্ঠিতা পরিবারের সদস্য মিলন কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বৈরাগী, সহঃ প্রধান শিক্ষক উদ্ধাব কুমার ঢালী, শিক্ষক অসীম কুমার বৈরাগী, অসীত কুমার ঢালী সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহঃ শিক্ষক মিঃ অনুপ কুমার বাছাড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করবে বলে আসস্ত করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কন্যা সফল রাষ্টনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন