কয়রায় সুন্দরবনে বিষ প্রয়োগ করে ধরা বিপুল পরিমান চিংড়ি মাছ উদ্ধার।
কয়রা ডেস্ক : উপজেলার কাটকাটা লঞ্চ ঘাটের (পল্টন) থেকে কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন এর দিক নির্দেশনায় এস আই
মোঃ তাওহীদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে আজ ২৯-০৯-২১ তাং
বেলা ১১.০৫ ঘটিকার সময় পরিত্যাক্ত অবস্থায়
সুন্দরবনে বিষ প্রয়োগ করে ধরা আনুমান ২৫ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে কয়রা থানা পুলিশ।
সূত্র - # Koyra_Thana ফেসবুক পেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন