কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক


 

কয়রা(খুলনা)প্রতিনিধি :খুলনার কয়রায় কার্তিক সরদার হত্যা মামলার মুল আসামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পরকীয়া প্রেমের কারনে উপজেলার হরিকাটি গ্রামের মৃত রঘুনাথ সরদারের পুত্র কার্তিক সরদার(৪২)কে গত ২৭ সেপ্টেম্বর পানিতে চুপিয়ে হত্যা করে আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ছোট চাঁদখালী খালে কচুরী পনার নিচে লুকিয়ে রাখে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে কয়রা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ব্যাপারে নিহতের মামা পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মনোরঞ্জন সানা বাদী হয়ে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ২২। তাং ২৭/৯/২০২১ইং । ঘটনার সাথে জড়িত সন্দেহ নিহত কার্তিক সরদারের স্ত্রী অর্চনা সরদার (৩৫) ও বিনোদ সরদারের পুত্র সুরঞ্জন ওরফে বন্টে সরদার (৪০) কে আটক করে পুলিশ। তাদের স্বীকার উক্তিমতে হত্যা মামলার সাথে জড়িত মুল আসামী রনজিত মন্ডলকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয় পুলিশ। কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে মামলার প্রধান আসামী কে আটক করতে সক্ষম হয়েছি। পরকীয়ার কারনে নিহত কার্তিক সরদারকে হত্যা করা হয়েছে বলে মামলার প্রধান আসামী রনজিত মন্ডল স্বীকার করেছে। 

খুলনার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ঘনটাস্থল পরিদর্শন করেছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি