পা পিছলে ড্রেনে, পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

 


চট্টগ্রামে ড্রেনের পানিতে নিখোঁজ শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার লাশ উদ্ধারে অভিযান। ছবি : কয়রার সংবাদ


কয়রা ডেস্ক :  চট্টগ্রামে ড্রেনের পানিতে নিখোঁজ হওয়া শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়ার (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।


প্রায় পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে রাত আড়াইটার দিকে সাদিয়ার লাশের খোঁজ মেলে। উদ্ধারের পর তাঁর দেহটি স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এক আত্মীয়সহ চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদ মাজার গেইট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের ড্রেনে পড়ে নিখোঁজ হয় ওই কলেজছাত্রী।


নিহত সাদিয়ার মামা জাহাঙ্গীর জানান, চশমা নিয়ে রাস্তা পার হওয়ার সময় সাদিয়া পা পিছলে ড্রেনে পড়ে যায়। এ সময় অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। পরে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে।




ফায়ার সার্ভিসের পরিচালক ফারুক হাসান জানান, দুই কিলোমিটারের বিশাল ড্রেন। এসকেভেটর দিয়ে মাটি ও ময়লা সরিয়ে ডুবুরি দল ড্রেনে নেমেছে। ময়লা পরিষ্কার করতে সময় লেগেছে। দীর্ঘ সময় চেষ্টা করে লাশ উদ্ধার করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি