কয়রায় নব-নির্বাচিত চেয়ারম্যান জুয়েল কেক কেটে পরিষদের দায়িত্ব কর্তব্যের শুভ সূচনা
কয়রায় নব-নির্বাচিত চেয়ারম্যান জুয়েল কেক কেটে পরিষদের দায়িত্ব কর্তব্যের শুভ সূচনা আব্দুর রাজ্জাক রাজ : সদ্য শপথ গ্রহণ শেষে আজ রবিবার সকাল ১১ টায় আমাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও গীতাপাঠ শেষে নব-নির্বাচিত ১নং আমাদী ইউনিয়ন পরিষদের, পরিষদবর্গের পরিচিতি ও ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনিমেষ বিশ্বাস, তিনি ইউনিয়নের শিক্ষা-সংস্কৃতি ক্রীড়াঙ্গনের পাশাপাশি নব নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যবিধি ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু কমলেশ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। খান সাহেব উদ্দিন কলেজের অধ্যক্ষ ড.চয়ন...