কয়রায় নাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক নব-নির্বাচিত ইউ পি চেয়ারম্যান ও সদস্য কে সংবর্ধনা প্রদান

কয়রায় নাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক নব-নির্বাচিত ইউ পি চেয়ারম্যান ও সদস্য কে সংবর্ধনা প্রদান 



গাজী নজরুল ইসলামঃ খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, জিয়াউর রহমান জুয়েল ও আমাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য, মোঃ আইবুর রহমান সানাকে ২রা অক্টোবর ২০২১, সকাল ৯ ঘটিকায় নাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর সানা সভাপতি, নকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

প্রধান অতিথির আসন অলংকৃত করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদী ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আইবুর রহমান সানা, মোঃ আশরাফুল আলম, অধ্যক্ষ, নাকশা ডি এফ আলিম মাদ্রাসা, মোঃ সেলিম আহম্মেদ, ইংরেজি প্রভাষক, নাকশা ডি এফ আলিম মাদ্রাসা, গাজী নজরুল ইসলাম, সভাপতি, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস), গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কয়রা উপজেলা, খুলনা আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, মোঃ মহাসিন  সানা, মোঃ শাহিনুর ইসলাম, শেখ নাইম হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা  করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তরুন কুমার বৈদ্য, এ মময় নব-নির্বািচিত চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নেন, উক্ত বিদ্যালয়ের সহ-সভাপতি, শেখ আকরাম হোসেন এবং  নব-নির্বাচিত সদস্যকে মালা দিয়ে বরণ করে নেন, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নাফিজ আহম্মেদ।



প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন আমাদী ইউনিয়ন বাসী আমাকে ভোট দিয়ে জয় যুক্ত  করেছন, সে জন্য আমি আমার আমাদী ইউনিয়ননে ৩৩ হাজার জনগণের কাছে চিরো ঋণী হয়ে গেলাম, জানিনা সে ঋণ আমি কিভাবে শোধ করবো, তবে আপনারা আমার পাশে থেকে   আমাকে একটু সহযোগিতা করবেন, আমি কথা দিচ্ছি  আমাদী ইউনিয়নকে কয়রা উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন হিসাবে উপহার দিবো ইনশাআল্লাহ, আমার কাছে কোন কিছু চাইতে হবেনা, আমি জানি আমার ইউনিয়নে কোথায় কি লাগবে, তবে আমি যদি ভুল কোন কিছু করি, দয়া করে আমাকে ধরিয়ে দিবেন, কারন কেউ ভূলের উদ্বে নয়।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোসনা করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কয়রা সহ খুলনায় দেড় বছরে বাল্যবিয়ের শিকার ৩ সহস্রাধিক ছাত্রী

কয়রায় কার্তিক হত্যা মামলার প্রধান আটক

যা ছিল চাওয়া, তা হল পাওয়া বিদায়ী ম্যাচ জিতলেন মাশরাফি