সুন্দরবনে অবৈধ গোলপাতা বোঝাই ১১ টি নৌকা জব্দ
কয়রা ডেস্ক : সুন্দরবন থেকে আহরণকৃত অবৈধ সুন্দরী কাঠ ও গোলপাতা বোঝাই ১১টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গত ৩দিন ধরে সেগুলো পাইকগাছার বেতবুনিয়া খেয়াঘাটে পড়ে রয়েছে। অভিযোগ উঠেছে সেগুলো নামমাত্র জরিমানা দিয়ে ছাড়িয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। বন বিভাগ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৈধ পাশ পারমিট নিয়ে পূর্ব সুন্দরবন থেকে নিয়ম বহির্ভূত গোলপাতা আহরণ করে ১৭টি নৌকা সোমবার জেলার পাইকগাছা মোকামের দিকে যাচ্ছিল। এসময় নৌকায় গোলপাতার স্তর ও সাজানোর অসামঞ্জস্যতা লক্ষ্য করে নলিয়ান অফিসের কোষ্ট গার্ড সদস্যরা নৌকাগুলো থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৫টি নৌকা দ্রুত চালিয়ে পালিয়ে যায়। এসব নৌকাগুলো ইঞ্জিন চালিত ট্রলারের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। যেটা অবৈধ বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদস্যরা। জব্দকৃত নৌকাগুলোর মধ্যে-পাইকগাছার ধামরাইল গ্রামের লতিফ গাজীর ২টি, একই এলাকার রবিউল সানা, নিজাম সানা, টিটু সানা, মন্টু গাজীর ১টি করে নৌকা, ফতেহপুর এলাকার ইউনুস বিশ্বাস, আনিস বিশ্বাস, মোসলেম মোড়ল, আব্দুর রহমান সরদার ও মিজানুর রহমান গাজী...